কোয়ারেন্টাইনে থাকা ১২ বছরের মেয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি মার্চ ৩০, ২০২০, ১১:৪৯ এএম

যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের জন্য নির্মিত আইসোলেশন ওয়ার্ডে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ১২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) সকালে তার মৃত্যু হয়। শিশুটিকে তার অভিভাবকরা রোববার বিকেল সাড়ে চারটায় হাসপাতালে নিয়ে আসেন।

এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় তার শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ সকালে আইইডিসিআরের স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল।

এ প্রসঙ্গে যশোর করোনাভাইরাস বিষয়ক চিকিৎসক কমিটির প্রধান গৌতম আচার্য বলেন, তাকে করোনা সন্দেহে ভর্তি নেওয়া হয়েছিল এবং যেহেতু করোনা সন্দেহ ছিল সে কারণে আইইডিসিআরের সঙ্গে কথা বলা হয়েছিল।

হাসপাতালের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, আইইডিসিআর ওই শিশুর লক্ষণ শুনে বলেছে সে করোনা আক্রান্ত ছিল না। তারা লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে বলেছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামীনিউজ/মিজান