মাল্টিমিডিয়ায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীনিউজ

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২০, ১০:৫২ পিএম

ঢাকা : মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বর্তমান সময়ের আলোচিত অনলাইন নিউজ পোর্টাল আগামীনিউজ ডটকম। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিউজ পোর্টালটি মাল্টিমিডিয়াতে রূপান্তরিত হবে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএসে আগামীনিউজ কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সভায় এ ঘোষণা দেন সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ড. নিম হাকিম।

তিনি বলেন, ‘আগামীনিউজ যে লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে, তা আগামী ১ ফেব্রুয়ারিতে বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা মাল্টিমিডিয়ার যুগে প্রবেশ করতে যাচ্ছি। এটি যেমন আমাদের স্বপ্ন, তেমন চ্যালেঞ্জও। আমাদের কাজের মাধ্যমেই পাঠক, শ্রোতা ও দর্শকদের জনপ্রিয়তা অর্জন করতে হবে।’

ড. নিম হাকিম বলেন, ‘আগামীনিউজ সবার কথা বলবে। উন্নয়নের গণমাধ্যম হিসেবে আগামীনিউজের যাত্রা শুরু, আগামী এক বছরের মধ্যে এ অনলাইন দেশের অনলাইনগুলোর মধ্যে শীর্ষ পাঁচের মধ্যে থাকবে। এ পোর্টালে পাঠক তার তৃপ্তি পাবে। এ সংবাদ মাধ্যমটি কাউকে খুশি করার জন্য কাজ করবে না। কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কোনো নিউজ প্রকাশ করবে না। দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে আমাদের আগামীনিউজ।’

আগামীনিউজে পাঠক এক সঙ্গে সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের মত ভিডিও-নিউজ দেখার সুযোগ পাবেন। সভায় বিভিন্ন বিটে কর্মরত সাংবাদিক ও সহ-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

ড. নিম হাকিম আরো বলেন, ‘সাংবাদিক বা সংবাদকর্মীদের সুযোগ-সুবিধার কমতি এই সংবাদ মাধ্যমটিতে থাকবে না। সময়ের প্রয়োজনে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে প্রযুক্তির এ যুগে পাঠককে সঠিক তথ্য সরবরাহ করতে হবে।’

আগামীনিউজ/জেএস/আরআর/এএম/এস