ছাত্রদল-পুলিশ সংঘর্ষে সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ জাতীয় প্রেসক্লাব এলাকায় ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান মামুন। ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের বেশ কয়েকজন আহত এবং ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশও আহত হয়েছেন।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। 

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীকে প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। কিন্তু অনুমতি ছাড়া কোনো কর্মসূচি করতে দেয়া হবে না- পুলিশের এমন বক্তব্যে প্রথমে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়। পরে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল প্রেসক্লাবে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা গেটের বাইরে চলে আসতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এরপরই সংঘর্ষ শুরু হয়।

আগামীনিউজ/সোহেল