নোয়াখালীতে সাংবাদিক হত্যা: বিচার দাবীতে শ্রীপুরে মানববন্ধন

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৭:১৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কির হোসেনের খুনীদের গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসুচী পালিত হয়।

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের যৌথ আয়োজনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক), শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), সহ-সভাপতি আনিসুর রহমান শামীম (বাংলাদেশ জার্নাল), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), মোক্তার হোসেন (গণমুক্তি), মোফাজ্জল হোসেন (দেশের কন্ঠ), সাদেক মিয়া (সবুজ নিশান), নজরুল ইসলাম শেখ (আজকের সংবাদ), সাইফুল ইসলাম সুমন (আমার বার্তা), শাহীন আলম, হেলাল উদ্দিন, চ্যানেল টুয়েন্টি থ্রির আবু সাঈদ, আব্দুল কাদিরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরে স্থানীয়রা প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যানা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে তিনি মারা যান। মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও চ্যানেল টুয়েন্টি থ্রির নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।

আগামীনিউজ/নাসির