যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

নিউজ ডেস্ক জুলাই ১৩, ২০২০, ০৫:৪৫ পিএম
ফাইল ছবি

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড। বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুকে ব্যবসায়ী সমাজ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি অভিহিত করে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনাও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে এই শোকবার্তা প্রকাশ করে সংগঠনটি।

শোকবার্তায় গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, ‘আমরা নুরুল ইসলাম বাবুলের মতো দেশবরেণ্য এক শিল্পপতিকে হারিয়েছি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠায় তার অবদান সংবাদমাধ্যমের অনুরাগী ও সাংবাদিক সমাজ চিরদিন মনে রাখবে। প্রথিতযশা এই শিল্পদ্যোক্তার মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।’

এডিটরস গিল্ড সভাপতি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনায় আক্রান্ত হয়ে সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) নুরুল ইসলাম বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীনিউজ/জেএফএস