যমুনা টিভির সাংবাদিক ও তাঁর পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   এপ্রিল ৯, ২০২০, ০৬:০২ পিএম

ঢাকা: বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টিভি  একজন সংবাদকর্মী তার পরিবারের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছেন বলে জানা গেছে।   

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫ টায় যমুনা টেলিভিশনের
এক সংবাদকর্মী এতথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত চারজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা আড়াইটার পর স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভার্চুয়াল লাইভ বিশেষ সংবাদ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।

এতে দেশে করোনা শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২১, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩০ জনে।


আগামী নিউজ/সুমন/নাঈম