মুক্তির পথ

আগামী নিউজ অক্টোবর ২, ২০১৯, ১২:১০ পিএম

ভয়, লোভ, হিংসা, দ্বেষ এগুলো বাদ দিলে মুক্তির পথ সহজ হয়ে যায়।আমরা আজ যা ভোগ করছি, অতীতে অন্য কেউ তা ভোগ করেছে আবার ভবিষ্যতে অন্য কেউ তা ভোগ করবে। এই চির সত্যটা ভুলে থাকি সবাই। মালিক হতে চাই আমরা সব কিছুরই কিন্তু কোন কিছুর মালিকানাই আমাদের নয়। শূন্য হাতে পৃথিবীতে আগমন, শূন্য হাতেই বিদায়। দুনিয়ায় সব কিছু আঁকড়ে থাকার বা পাওয়ার লোভ আর অর্জিত কোন কিছু হারাবার ভয়ই মানুষকে কষ্ট দেয়। এই কষ্ট থেকে মুক্তির পথ লোভ আর ভয় ত্যাগ করা। তাহলেই মুক্তির পথ সহজ হয়ে যাবে।