তকদির

ড. নিম হাকিম সেপ্টেম্বর ৩, ২০২০, ০৮:২৭ পিএম
প্রতীকী ছবি

১৯৮৯ সালের ৬ জুনের মাহফিলে এক মুরীদ ভাই হাবিবুর রহমানের তকদির সম্পর্কে কথার জবাবে হুজুর বললেন- "তকদির সম্পর্কে জিজ্ঞাসা করবে না। এটা একটা গোপন জিনিস। একটা ছোট বীজের মধ্যে যেমন একটা বট গাছ লুকিয়ে থাকে তেমনি মানুষের মধ্যে তার তকদির গোপনে আছে। আল্লাহর সব সৃষ্টিই গোপনে সমাধা হয়"।

১৯৮৯ সালের ৩ নভেম্বর শুক্রবার, দরবেশ সাহেব, আমি ও মাস্টার সাহেব হুজুরের সাথে আলাপ করছি। তদবির এবং তকদির সম্বন্ধে বলতে গিয়ে হুজুর বললেন- বাবা, তকদির নির্ধারিত যার যা লেখা আছে তা হবেই আর তকদির তদবির থেকে আলাদা নয়'। উদাহরণ হিসাবে হুজুর বললেন- যেমন ফল। ফলের মধ্যে বীজ থাকে, বীজই হল আসল। আমরা ফলের মাংসল অংশ ও বীজসহই ফল বলি। আসলে ফলের উপরের অংশ যেমন ফল নয়, আবার ফল থেকে আলাদাও নয়। ফলের অংশের মতো অনুরূপভাবে তদবির তকদিরের অংশ'।

তকদির সম্পর্কে বলতে গিয়ে হুজুর বললেন-' বাবা আসলে সব কিছুই ঘটে আছে এখন শুধু তা প্রকাশ হচ্ছে'। প্রসঙ্গক্রমে হিসাব-নিকাশের আগে বেহেস্ত-দোযখের ঘটনা উল্লেখ করলেন।

আগামীনিউজ/ড্যানি