তোমার প্রেমে

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির জুলাই ৩০, ২০২১, ০১:১৩ পিএম
ফাইল ফটো

যদি বর্ষা নামে-

আমার শহর হয় প্লাবিত
ডুববো আমি -
তবু ভুলবো নাকো
তোমায় হারানোর ক্ষত।
 
আকাশ যেমন  চমকে ওঠে 
বিকট বজ্রপাতে
তার চেয়েও কাঁপছি  আমি 
তোমার ঘাত প্রতিঘাতে।
 
ঝড়ের বাতাস তুলার মত
উড়ায় ঘর- বাড়ি,
তোমার প্রেমে ভষ্ম হৃদয় 
ছাই হয়ে ওড়ে; 
ওড়তে  ওড়তে -মৃত্যুর পথে  চলি।