ড. নিম হাকিমের কবিতা

সাজা 

সাহিত্য ডেস্ক মার্চ ৪, ২০২১, ০৫:৫২ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

সিন্ধুতে বসে শুনি আমি
বাংলায় হাহাকার
সারা বিশ্ব দিচ্ছে আজি
তোমাকেই ধিক্কার।

বাঙালি তোমার রক্তে
রঞ্জিত বাংলার ইতিহাস
যেখানে সব মিলেমিশে
করে বহুজাতি বসবাস।

সবুজ পতাকায় লাল সূর্য
এনেছো যুদ্ধ করে
সেখানেই আজ লক্ষ মানুষ
বেঁচে আছে অনাহারে।

শখ করে ভোট দিয়ে সব 
বানালে এক রাজা 
স্বাধীনতার স্বাদ পেলে না
এই হলো তাঁর সাজা!

আগামীনিউজ/নাসির