কবিতা

আপন বৈভব

রুদ্র হাসান নভেম্বর ২৬, ২০২০, ১০:১৭ এএম
ফাইল ছবি

আপন বৈভব
রুদ্র হাসান

রাত শুধু মলিন নয়
রহস্যের চাদরে মোড়ানো এক স্তব্ধতাও
আঁধারের স্রোতে আপন খেয়ালে ভেসে যাওয়া মসৃণ নিঝুমতা

রাতের গভীরে যত ডুবেছি
তত নিজেকে খুঁজে পেয়েছি
নিজের মতো করে

রাতের সাথে মিশে জেনেছি
আমার ভেতরেও জোনাকহীন
এক পাথর কালো রাত আছে
আছে আঁধারের থৈ থৈ নদী
নির্জনতার নিরেট এক পাহাড়

যেন কোনো শিল্পীর নিঃসঙ্গতার তুলিতে আঁকা এক বিমূর্ত ক্যানভাস।