কবিতা

সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ

রুদ্র হাসান নভেম্বর ২৫, ২০২০, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ
রুদ্র হাসান

একমুঠো সবুজ
এককৌটা জল এখনো বেঁচে আছে
কংক্রিট থেকে একটু দূরে

সেদিন খুব দূরে নয়
যেদিন শাবল-কোদাল-বেলচা নিয়ে
হাজির হবে সবুজ-শ্যামল-জলের বুকে

গানের পাখিরাও জেনে গেছে
সৃষ্টির সেরা জীবের কাছে এখন
তারাও নিরাপদ নয়
তাই একে একে ফিরে যাচ্ছে অভয়ারণ্যে

মিল-ফ্যাক্টরির উপর্যুপরি শোষণে আবর্জনাবাহী এক ধাঙ্গরে
রূপ নিয়েছে শীর্ণনদী
নগরনদীর কুল কুল শব্দ
এখন শুধুই বোবা আর্তনাদ।