ড. নিম হাকিমের কবিতা

জীবন পেরিয়ে গেল

ড. নিম হাকিম সেপ্টেম্বর ২০, ২০২০, ০১:২৭ পিএম
প্রতীকী ছবি

যখন ছিলাম শিশু
বুঝিনি তখন কিছু।
হলাম যখন কিশোর
আকাশ দেখেছি ধূসর।
যুবক হয়েছি যখন
পৃথিবী দেখেছি তখন।
এখন হয়েছি বৃদ্ধ
করছি জীবনের সাথে যুদ্ধ।
আসে যায়-সমভাবে
তাই জীবন টিকে থাকে।
যদি যায় আসে কম
কমতে কমতে ফুরাবে দম।