বঙ্গবন্ধু তোমাকে খোঁজে বাংলাদেশ

বি,এম, লিটন মাহমুদ সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে বাংলাদেশ

বিএমলিটন মাহমুদ

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে বাংলাদেশ

একজন গৃহহীন মাতা

যার মাথায় বুলিয়ে

তুমি দিয়েছ পরশ মাখা ভালবাসা

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে

একজন কৃষক

যার কাঁধে লাঙ্গল জোয়াল

চৈত্রের তাপদাহে ঝরেছে গায়ের ঘাম

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে

কারখানার অধিকার বঞ্চিত শ্রমিক

যাদের কথা তুমি বলেছ

একটি আঙ্গুল উঁচিয়ে

পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে ।

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে

পদ্মা,মেঘনা, যমুনা

টুঙ্গিপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া

সেই মধুমতি নদী ।

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে

শরতের সবুজ ক্ষেতে

সন সন সমীরণ

ছড়ায় মৌ মৌ ধানের গন্ধ

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে

বংলার সবুজ প্রকৃতি,

আম, জাম, নারিকেল,সুপারি তাল

মাথা উচু করে দাড়িয়ে আছ

তোমার শোভাতে

ছড়াতে চায় শভা।

বঙ্গবন্ধু তোমাকে খোঁজে বাংলাদেশ

আমরা খুজি দেশ হতে দেশান্তরে......

পালিয়ে থাকা তোমার খুনির ঠিকানা ।