সবুজাভ ভাবনা

মাসুম আহাদ জুন ২৭, ২০২০, ০৪:১০ পিএম
প্রতিকী ছবি

সবুজাভ ভাবনা
মাসুম আহাদ
সবুজাভ গালিচায়, স্নিগ্ধ বিকেল
মনোমুগ্ধকর আভায়, বিস্মৃতির সেকেল!!

নুন জলে লোনা পানি,
নদী নালায় মিঠা পানি
নয়ন সমুদ্রের-জল লবন পানি
চোখ আর সমুদ্রের ঘূর্ণাবর্তের কি কাহিনি,
কে বা কিবা জানি?

এ পোড়া চোখে সংকল্প দেখিনি 
সংশয় ও ভাংগন খেলায় জীবন 
জিততে জিততে  হেরে যাওয়ার অর্থ বুঝিনি
তবে বুজেছি চোখ আর সমুদ্র বড্ড গভীর।

নিশ্চল অনুভুতি চল হয়ে যাই মিঠা নদীর।
চলছে পথ পথের বাঁকে, 
রহস্যের ঘানি জীবন হাঁকে।
 
শত মত,যত পথ, জীবন এক আজব রথ
স্বার্থে সবাই খোঁজে নিজের পথ।
অনুভূতি তুমি পরিযায়ী, বিবেক বিবর্জিত অসৎ! 

এ সভ্যতা, এ নগর,এতো লোকায়ত বিশ্বাসের বহর
কাটে না রাত,হাজার বছরের রাত
ফিরে আসে না মানবিক প্রহর
খোঁজে  নির্বাসন,চল পালাই ছেড়ে ঘন ঝঞ্জাটের শহর।
এই নষ্ট, ভ্রষ্ট, পচা গলা,দুর্গন্ধময় সময় ছেড়ে
চল খোজে নেই জুই ফুলে শোভিত কবর।
চল ভেঙ্গে দেই কাচের আকাশ,
বাতাসে বাতাসে খুঁজি মোহর।
সবুজাভ গালিচায়..নামুক শ্যামল নহর
মনোমুগ্ধকর আভায়..ভরে উঠুক মিষ্টি দুপুর। 

আগামীনিউজ/জেএস