চুল পড়া বন্ধ করবে ঘরোয়া যে হেয়ার মাস্ক

আগামী নিউজ ডেস্ক ডিসেম্বর ১২, ২০১৯, ১২:৪৯ পিএম
ছবি সংগৃহীত

নারীর সৌন্দর্য হচ্ছে চুল। আর প্রতিনিয়ত যদি অতিরিক্ত চুল পড়ে যায়, তবে অবশ্যই চিন্তার বিষয়। চুল পড়া বন্ধে কত কিছুই করে থাকেন আপনি। তবে ঘরোয়া কিছু পদ্ধতিতে হেয়ার মাস্ক বানিয়ে নিজেই ব্যবহার করতে পারেন।

চুলের যত্ন নিতে বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক-

অ্যালোভেরা ও নারিকেল তেল

অ্যালোভেরা ও নারিকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক। একটা বাটিতে পরিমাণমতো নারিকেল তেল নিন। তাতে কিছুটা অ্যালোভেরা জেল মেশান। এরপর উপকরণ দুটি খুব ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এবং ওই মিশ্রণ থেকে এবার কিছুটা পেস্ট ভালো করে মাথায় মেখে শুয়ে পড়ুন।

ভালো উপকার পেতে মাস্কটি অবশ্যই রাতের বেলা ব্যবহার করবেন। পরদিন সকালে উঠে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলুন। এতে চুল পড়া কমবে।

আগামী নিউজ / হাসি/এনএনআর