‘করোনা রুখতে মাস্ক বড় হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২০, ০৩:৪০ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্ব মহামারি করোনা সংক্রমণরোধে মাস্ক কি সত্যিই কার্যকর? পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পর, আক্রান্তের হার ৯০ শতাংশ কমে এসেছে। যে সব দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, সেসব দেশে আক্রান্ত ও মৃতের হার উভয় কমেছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, অজ্ঞান, প্রতিবন্ধী ও দুই বছরের নিচে শিশু- এ তিন শ্রেণির মানুষ বাদে সবাইকে মাস্ক পড়তে হবে। মনে রাখতে হবে, মাস্কই করোনার বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার।

এ সময় তিনি আরো বলেন, আমাদের বাসায় থাকা বয়োজ্যেষ্ঠদের কাছে যাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো, বাইরে থেকে আসার পর অবশ্যই তাদের সামনে মাস্ক পড়ে যেতে হবে। সে সঙ্গে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে যেতে হবে।

আগামীনিউজ/মিজান