জেনে নিন কীভাবে তৈরি করবেন মাস্ক 

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২০, ০৩:১৪ পিএম

ঢাকা : করোনাভাইরাসের কারণে অনেকেই বেশ আতঙ্কিত হয়ে পরেছেন। যার প্রভাব পড়তে শুরু করেছে বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যে। এরমধ্যে অন্যতম হচ্ছে মাস্ক। দোকানে পাওয়া যাচ্ছে না মাস্ক। অসাদু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে দাম। তবে বাজারে মাস্কের জন্য না ঘুরে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন মাস্ক। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতে ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।

এজন্য সুতি কাপড় কিনে ঘরেই খুব সহজে মাস্ক তৈরি করে নিতে পারেন। 

জেনে নিন কী ভাবে তৈরি করবেন_

• চার ইঞ্চি করে দুই টুকরো কাপড় নিন
• একটির সঙ্গে আরেকটি সেলাই করুন
• সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো কয়েকটা ভাঁজ করে নিন
• এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত
• তৈরি হয়ে গেল আপনার মাস্ক।

পরিবারের সবার ব্যবহারের জন্য বেশি করে তৈরি করে রাখুন। সব সময় মাস্ক ব্যবহার  জীবাণুর আক্রমণ থেকে নিরাপদ রাখবে সাইকে।

আগামীনিউজ/সুমন/মিজান