মুজিববর্ষ : সুপ্রিম কোর্টে বসলো ক্ষণ গণনার ঘড়ি

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২৬, ২০২০, ০৬:৩৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ক্ষণ গণনার ঘড়ি স্থাপন করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের প্রধান ভবনে ঘড়িটি স্থাপন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে গত ১৯ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি একটি স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

আগামীনিউজ/আপি/এনএ