ভার্চুয়াল আদালতে ২০ হাজারের বেশি কারাবন্দীর জামিন

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২৮, ২০২১, ০৩:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ সারাদেশে ভার্চুয়াল আদালতে  ১১ কার্যদিবসে ২০ হাজার ৩৯ হাজতি জামিন পেয়ে কারামুক্তি হয়েছেন

মহামারি করোনাভাইরাসের কারণে শিশু আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে মঙ্গলবার ৩৫ শিশুকে জামিন দেওয়া হয়েছে। একই দিন অধস্তন আদালতে ভার্চুয়ালি জামিন পেয়েছেন ১ হাজার ৩৯৫ জন।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

১০ কার্যদিবসে সারাদেশে ১৮ হাজার ৬৪৯ জন কারাবন্দীকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত।

ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ও ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন কারাবন্দী আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

আগামীনিউজ/সোহেল