অর্থপাচারকারী সেই দুই ভাইয়ের জামিন

ডেস্ক রিপোর্ট জানুয়ারি ১৯, ২০২১, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের মামলার অন্যতম আসামি ফরিদপুরের সরকার দলীয় নেতা আনোয়ার হোসেন আবু ফকিরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মহি উদ্দিন শামীম ও বিচারপতি মো. নজরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মণ্ডল। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকের পাশাপাশি র্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

উলেখ্য, ফরিদপুর শহরের জনৈক সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় সাজ্জাদ, রুবেলসহ নয়জনকে। ২০২০ সালের ৭ জুন তাদেরকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে অর্থ পাচার, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলা হয়।

এছাড়া সিআইডি পুলিশের কর্মকর্তা এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২৬ জুন অর্থ পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আরেকটি মামলা করেন।

আগামীনিউজ/সোহেল