স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট অক্টোবর ২৮, ২০২০, ০৭:২২ পিএম
সংগৃহীত

সিলেটঃ শহরতলির পীরেরচকে স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. জোবায়ের বখত বলেন, রায় ঘোষণাকালে মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আব্দুল মজিদ এজলাসে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শাহ্ আলম মহিউদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার পীরেরচক গ্রামে ভাড়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন আব্দুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ বুধবার আদালত মামলাটির রায় দেন।

আগামীনিউজ/এএস