তরুণীকে ধর্ষণের অভিযোগে আসামি জাকির কারাগারে

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৬:৫৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় জাকির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আসামি জাকিরকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই তরুণী মৃধাবাড়ি এলাকায় কারখানা থেকে কাজ করে বাসায় যাচ্ছিলেন। পথের মধ্যে কয়েকজন যুবক ওই তরুনীকে আটক করে। এরপর তাকে যাত্রাবাড়ি এলাকায় সামাদনগর কবরস্থান রোড জেলারের বাড়ির নীচ তলায় পরিত্যক্ত একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণী পরের দিন যাত্রাবাড়ি থানায় চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আগামীনিউজ/নিম্ন আদালত/নুসরাত