৪ নং ওয়ার্ডবাসীর জন্য ভালো কিছু অপেক্ষা করছে : জামাল মোস্তফা  

দেলোয়ার মহিন ফেব্রুয়ারি ১২, ২০২০, ১০:০৭ এএম

ঢাকা : মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন এবং বাইশটেকি এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্যানেল মেয়র ও দুইবারের কাউন্সিলর এবং কাফরুল থানা আওয়ামী লীগ সভাপতি জামাল মোস্তফা। এছাড়া উত্তর সিটিতে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের শপথ গ্রহণের আগ পর্যন্ত জামাল মোস্তফা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই উত্তর সিটির ৪ নং ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে আগামীনিউজ ডটকমের সাথে কথা বলেন তিনি। 

৪ নং ওয়ার্ডের উন্নয়ন প্রসঙ্গে জামাল মোস্তফা বলেন, ‘দুইবার ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন সময় জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ কাজ করেছি। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করেছি। এই এলাকার এক মহল্লা থেকে অন্য মহল্লায় যেতে অনেক রাস্তা ঘুরে যেতে হতো। ভেতরের গলিগুলোর অবস্থা খুবই নাজুক ছিলো। অনেক কাঁচা রাস্তা ছিলো। ২০১৫ সালে নির্বাচনের আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখন কোনো কাঁচা রাস্তা নেই। আমি জানি এখনো কিছুটা সমস্যা আছে তবে এটা বলতে চাই যতটুকু ত্রুটি আছে এবার থাকবে না।’ 

বর্তমানে এই ওয়ার্ডের জন্য কি কি প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ওয়ার্ডের জন্য একটি মানসম্মত কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার ও পাঠাগার প্রতিষ্ঠা করা খুবই জরুরি। প্রয়োজন শিশু-কিশোরদের বিনোদনের জন্য খেলার মাঠ ও পার্ক। তা এবার যত দ্রুত সম্ভব করে ফেলবো। এখন কয়েকটা প্রজেক্ট জমা আছে যা ৩-৪ মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে। টেন্ডার হওয়া মাত্রই কাজ শুরু হয়ে যাবে।’

সন্ত্রাস ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে জিরো টলারেন্স নীতি থাকবেই। আগামীনিউজ ডটকমের মাধ্যমে আমার ৪নং ওয়ার্ডবাসীকে জানাতে চাই এই ওয়ার্ডের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

সব মিলিয়ে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবেন বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন জামাল মোস্তফা।

আগামীনিউজ/ডিএম/সবুজ