ইউক্রেনজুড়ে গোলাগুলির আওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৩, ২০২২, ১০:৫৭ এএম

ঢাকাঃ ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ (এসইএস) জানিয়েছে, লুহানস্কের সেভেরোডেনেস্ক এবং রুবিঝনে এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে অনেক আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০টি ভবনের মধ্যে ব্যক্তিগত এবং অ্যাপার্টমেন্ট রয়েছে। শুধু এখানেই নয়, কিয়েভের আশাপাশে তুমুল লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলেই এখন বারুদের গন্ধ।

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির অধিকাংশ অঞ্চলে এখন বিমান হামলার সাইরেন। রুশ বাহিনী হামলা জোরদার করায় পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর লিভিভেও বিমানের সাইরেন শোনা গেছে। যে যার মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তৃপক্ষ বলছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রুশ যোদ্ধারা। এদিকে ১২ মার্চ সন্ধ্যায় পুবের ইউক্রেনের একটি শত বছরের পুরনো অর্থডক্স গির্জায় হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি, আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খারকিভ, চেরনিহিভ, মারিপোলসহ কিয়েভের আশপাশে লড়াই চলছে। শহরগুলোতে অনেকে অবরুদ্ধ অবস্থায় আছে। এর মধ্যেও থেমে থেমে উদ্ধার অভিযান চলছে। মারিউপোলের অনেক জায়গায় বিদ্যুৎ, পানির সংযোগ বন্ধ হয়ে গেছে। চরম মানবিক সংকটের মুখে রয়েছে হাজার হাজার বাসিন্দা।

সূত্র: আল জাজিরা, বিবিসি

এমবুইউ