মোদির জন্মদিন আজ, ভারতজুড়ে উৎসবের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২১, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। আজ জীবনের ৭১ বছর পূর্ণ করলেন মোদি। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন তিনি।

তার জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা।

এনডিটিভির খবরে বলা হয়, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী সেবা ও সমর্পণ অভিযান শুরু করেছে বিজেপি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এ প্রসঙ্গে জানান, চলুন টিকা নেই। যারা এখনো নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেওয়ার চেষ্টা করি।

গত ২১ জুন, একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। সেদিন ৮৮ লাখ ৯ হাজার টিকা দেওয়া হয়েছিলো দেশটিতে। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে তারা। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।

এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। টিকাদানের পাশাপাশি এতে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান ক্যাম্পেইনেরও আয়োজন থাকছে। এছাড়া বিজেপি কর্মীরা নিজেদের জনসেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠাবেন বলেও ঠিক করা হয়েছে।