আফগানদের কাছে ক্ষমা চাইলেন সাবেক আফগান প্রেসিডেন্ট গানি

আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২১, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য জাতির কাছে ক্ষমতা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। খবর বিবিসির।

বুধবার টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, ব্যাপক সহিংসতা এড়াতে দেশ ত্যাগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।তিনি বলেন, ‘কাবুল ছাড়া ছিল আমার জীবনের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’

এরপর দুঃখ প্রকাশ করে গানি জানান, বিষয়টা ভিন্নভাবে শেষ করতে না পারার জন্য তিনি দুঃখিত।

গানি বলেন, ‘আমি প্রাসাদের নিরাপত্তার তাগিদে পালিয়ে গিয়েছিলাম। ১৯৯০ দশকের গৃহযুদ্ধের সময় শহরের রাস্তা-ঘাটে যে যুদ্ধ হয়েছিল তেমন আরেকটি যুদ্ধকে এড়াতে আমাকে পালিয়ে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছিল।’

১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় পুরো আফগানিস্তানে। এসময় দেশের মানুষকে অন্ধকারে ফেলে পালিয়ে যান সাবেক এ প্রেসিডেন্ট। ভয় আর আতঙ্কে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালাতে শুরু করেন। এসময় রাজনৈতিক গোলযোগ আর কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহত হন দুই শতাধিক মানুষ। দেশকে এমন অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য দেশের অভ্যন্তরে এমনকি বাইরেও সমালোচনার মধ্যে পড়েন আশরাফ গানি। আফগান অনেক নাগরিক তাকে ‘কাপুরুষ’ বলেও অ্যাখ্যা দেন।