নাগরিকত্ব বিল পাস

ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৩, ২০১৯, ০৯:৩৪ পিএম

ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমন পরিস্থিতিতে দিল্লিতে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এএফপি’র এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিক সংখ্যক অভিবাসীদের নাগরিত্ব দেয়ার নতুন আইন বাস্তবায়নে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে শুক্রবার ভারত ও জাপান তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফর বাতিল করেন।

গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীরা গুয়াহাটিতে বেশ কিছু গাড়িতে আগুন দিয়েছে।

নাগরিকত্ব সংশোধন আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি ছাড়াও মোদির নিজ রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, দক্ষিণ ও উত্তর পাঞ্জাবে বিক্ষোভ হয়েছে।


আগামী নিউজ/এএম