কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি করোনা আক্রান্ত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ৪, ২০২০, ০৯:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : পূর্ব ইউরোপের দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটির দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে মধ্য ডানপন্থি এ নেতা নিজেই নিজের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হালকা কাশি ছাড়া আমার আর কোনো উপসর্গ নেই।  
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগামী দুই সপ্তাহ নিজের বাসভবনে আইসোলেশনে থাকবেন বলেও হোটি জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে কসোভোয় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে; রোববার একদিনেই দেশটিতে নতুন করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় দেশজুড়ে হোটি সরকারের সমালোচনাও চলছে।

বলকান এ দেশটিতে মার্চের মাঝামাঝি প্রথম রোগী শনাক্ত হয়েছিল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, সোমবার পর্যন্ত কসোভোয় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ এবং মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

 

আগামীনিউজ/এসপি