বদলে গেল ‘ফেয়ার অ্যান্ড লাভলি’

আর্ন্জাতিক নিউজ ডেস্ক জুলাই ২, ২০২০, ০৯:২৩ পিএম

ঢাকা : ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নামকরণ হয়েছে  ‘গ্লো অ্যান্ড লাভলি’। বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়া ফেয়ার অ্যান্ড লাভলীর নাম বৃহস্পতিবার পরিবর্তন করেছে নিত্যব্যবহার্য ও খাদ্য পণ্য বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। 

ভারতীয় শাখার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচ ইউ এল) এটির নাম পরিবর্তনের সঙ্গে পুরুষদের ব্যবহারের পণ্যটির নাম বদলে রেখেছে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’। 

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান এবং এশিয়ার বিভিন্ন দেশে এই ক্রিমটি বিক্রি করে ইউনিলিভার। গত বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, পণ্যটির নামে ফর্সাকারী বা উজ্জ্বলকারী শব্দগুলোও আর উল্লেখ থাকবে না। সৌন্দর্যের একক আদর্শকে ব্র্যান্ডটি তুলে ধরে বলে স্বীকার করে নেয় ইউনিলিভার।

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন থেকে ফেয়ার অ্যান্ড লাভলীর নামে পরিবর্তন আনার দাবি উঠে। 

হিন্দুস্তান ইউনিলিভার বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে নতুন ব্র্যান্ডে পণ্যগুলো বাজারে আসবে। সূত্র : ব্লুমবার্গ

আগামীনিউজ/এসপি