ভারতের করোনা সংক্রমণ ৬ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২, ২০২০, ০৫:৫৬ পিএম

ঢাকা : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার আগেই ভারতে মহামারীর জন্য আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণ ৬ লাখ ছাড়িয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে। 

সংক্রমণের বেড়ে যাওয়ায় ভারতের চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  

গত ২য় ধাপে সোমবার থেকে লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়।

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে প্রবল বৃষ্টিপাতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভাইরাস থেকে রক্ষা করার জন্য নতুন চ্যালেঞ্জ উদ্ভব হয়েছে, যেখানে এই সপ্তাহে বন্যা এবং ভূমিধসে ৫৭ জন নিহত হয়েছে এবং দেড় মিলিয়নেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা বলেছেন, রাজ্যের কমিউনিটি হল, স্কুল এবং সরকারি ভবনে আশ্রয় নিতে বাধ্য করা গ্রামবাসীদের করোনা শনাক্ত করার জন্য কঠোরভাবে পরীক্ষা শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার দীর্ঘতম লকডাউন চাপিয়ে দেয়ার পরেও দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই যাচ্ছে।
দেশটিতে এ সময় পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫ হাজার ২২০ জন যা বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ। এ পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৮৪৮ জন। সূত্র : রয়টার্স 
আগামীনিউজ/এসপি