তেহরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০২০, ১০:৩২ এএম

ঢাকা : ইরানের রাজধানী তেহরানের সিনা অথর ক্লিনিকে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় অন্য আরও
বেশ কয়েকজন আহত হয়েছেন। দমকলকর্মীরা কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। 
কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরানে বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক থেকেই ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

এদিকে, উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ। বিস্ফোরণের পর সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।

তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকি জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে বেশ কয়েকজন অপারেশন রুমে ছিলেন। যাদের মধ্যে ছিলেন অপারেশন করা রোগী এবং তাদের দেখভাল করতে সঙ্গে থাকা আত্মীয়স্বজন।এছাড়াও ২৫ জন চিকিৎসক ও মেডিকেল সহযোগী কর্মী সেখানে ছিলেন।

প্রচণ্ড তাপ এবং ঘন ধোঁয়ার কারণে তারা প্রাণ হারান এবং দমকলকর্মীরা ২০ জনকে উদ্ধার করেছে বলেও জানান তিনি।

একটি ভিডিওতে দেখা যায়, ওই ক্লিনিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। 

অপর ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা। সূত্র : বিবিসি
আগামীনিউজ/এসপি