কোন নেতাও আইনের উর্ধ্বে নয়

মাস্ক পরা নিয়ে মোদীর কড়া হুঁশিয়ারি

আর্ন্জাতিক নিউজ ডেস্ক জুন ৩০, ২০২০, ০৯:০৭ পিএম

ঢাকা : ‘ভারতে আইনে উর্ধ্বে কেউ নয়’,  কোনও ব্যক্তি এমনকী নেতাও, করোনা মহামারীর ভয়াবহতা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মোদী এমনটাই হুঁশিয়ারি দিলেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের জারি করা নিয়মগুলোর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক। সমস্ত ব্যক্তিদের আটকাতে হবে এবং সমস্যা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে, মানুষের সামাজিক ও ব্যক্তিগত আচরণে আবহেলা রয়েছে। হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মনে চলা এবং করমর্দন না করা বিধিগুলো কঠোরভাবে পালন করা হচ্ছে না। এটা চিন্তার বিষয়। এটা খুবই গুরুতর বিষয়, আমাদের সুনিশ্চিত করতে হবে, যে এগুলি মেনে চলা হচ্ছে কিনা।

গত কয়েক সপ্তাহে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের সংখ্যা ৫.৬ লক্ষেরও বেশি এবং মৃতের সংখ্যা প্রায় ১৭ হাজার । সূত্র : এনডিটিভি
আগামীনিউজ/এসপি