আগের ভাড়াতেই পশ্চিমবঙ্গে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক জুন ৪, ২০২০, ১০:৪১ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: ভাড়া বৃদ্ধি-সহ বেশ কিছু দাবিতে এতদিন অনড় থাকলেও আজ থেকে আপাতত পুরোনো ভাড়াতেই বাস নামাতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গের সব মালিক সংগঠন। যত আসন, তত যাত্রী এই নিয়মেই বাস চলবে বলে জানানো হয়।

এর আগে মহামারি করোনা পরিস্থিতিতে লোকসানের অজুহাত দেখিয়ে বেসরকারি গণপরিবহনের মালিকেরা ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় এই আবদার-চাপে কিছুতেই টলেনি। বরং সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অবস্থায় ভাড়া বাড়লে দীর্ঘদিন আয়-রোজগার ছাড়া কাটানো মানুষ ভোগান্তিতে পড়বে।

পরে বাস মালিকদের দাবিগুলো বিবেচনা নেয়ার রাজ্য পরিবহনমন্ত্রীর আশ্বাসে ধাপে ধাপে আজ থেকে বাসসেবা শুরু করেছে বাস মালিকরা।

এ প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, মন্ত্রী বিবেচনার আশ্বাস দেওয়ায় আমরা এখন পুরনো ভাড়াতেই বাস চালাতে রাজি হয়েছি।

এরআগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরও রাস্তায় নামেনি অধিকাংশ বেসরকারি বাস-মিনিবাস৷ এরপর ভাড়া বৃদ্ধি নিয়ে দফায় দফায় পরিবহন দফতরের সঙ্গে বৈঠক হয় বাস মিনিবাস মালিক সংগঠনের৷ পরে সংগঠনের দাবি মেনে ভাড়া বাড়ানোর দাবি পর্যালোচনা করতে রাজ্য সরকার থেকে রেগুলেটরি কমিটি গড়ার পরে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

এরআগে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনও বাসেই ভাড়া বাড়াবে না সরকার। সরকারি বাসের পরিসেবা আরও বাড়ানো হবে।

ইতিমধ্যে অটো-ট্যাক্সি-ক্যাবে যত আসন, তত যাত্রী নিয়ে তা চালানোর অনুমতি দেয়া হয়েছে।

এদিকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গণ পরিবহনের অভাবে কর্মীরা অফিসে আসতে গিয়ে সমস্যায় পড়ছেন। অনেকের অফিসে ঢুকতে দেরি হচ্ছে। তা একেবারেই অস্বাভাবিক নয়। তাই আগামী এক মাস সরকারি কর্মচারীদের অফিসে আসতে দেরি হলেও লাল কালি পড়বে না। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বাসে চড়লে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান মুখ্যমন্ত্রী। সূত্র: আনন্দবাজার

আগামীনিউজ/মিজান