উত্তাল আমেরিকা, হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক জুন ২, ২০২০, ১১:১১ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় সোমবার (০১ জুন) বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও টেলিকনফারেন্সে তিনি বলেন, ‘ওয়াশিংটনে আমরা এমন কিছু করতে যাচ্ছি যা মানুষ আগে দেখেনি।’ 

ওই কনফারেন্সের রেকর্ডিং হাতে পেয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সেসময় প্রেসিডেন্টের সঙ্গে অ্যাটর্নি জেনারেল বিল বার, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ মে মিনেসোটায় পুলিশের পায়ের চাপায় দম আটকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় শুরু হয় বিক্ষোভ। এরপর দোষী চার পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে এক সপ্তাহে সহিংস আন্দোলন ছড়িয়েছে নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, শিকাগো, ডেনভার, স্যান ফ্রান্সিসকোসহ কমপক্ষে ১২০টি শহরে। কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ নির্বিশেষে মাঠে নেমেছেন লাখো মানুষ।

বলা হচ্ছে, ১৯৬৮ সালে বর্ণবাদবিরোধী নাগরিক আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের পর ৫২ বছরে প্রথম এমন উত্তাল বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের তোপ থেকে বাদ পড়েনি হোয়াইট হাউজও। বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড সক্রিয় রয়েছে ২১টি রাজ্যে।

আগামীনিউজ/মিজান