ভারতে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক মে ২৫, ২০২০, ০৩:০২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: করোনা মহামারিতে বন্ধ থাকার প্রায় দুই মাস পর দিল্লি, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ফের চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্র প্রদেশে এ পরিষেবা চালু হবে আরও কিছুদিন পর।

করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত। একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে ফের চালু হচ্ছে এসব ফ্লাইট। তবে কোলকাতায় বিমান চলাচল শুরু হবে ২৮শে মে থেকে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রের কাছে দেরিতে ফ্লাইট চালুর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ, মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার।

আগামীনিউজ/মিজান