মার্কিন সেনাদের হুশিয়ার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৬, ২০১৯, ০৭:১৪ পিএম

যে সমস্ত মার্কিন সেনা সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করেছে তারা সশস্ত্র প্রতিরোধের মুখে পড়বে এবং সিরিয়া ছাড়তে বাধ্য হবে বলে হুশিয়ারি ঊচ্চরণ করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে রাশিয়ার টেলিভিশন চ্যানেল রোসিয়া-২৪কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট একথা বলেন।

সিরিয়া এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের ব্যর্থতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, একই রকমের পরিণতি তারা সিরিয়াতেও বরণ করবে; সিরিয়া মার্কিন সেনাদের জন্য আলাদা কিছু হবে না। বাশার আসাদ বলেন, “অবশ্যই আমরা আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোনো সংঘাত প্রত্যাশা করছি না; এটা নিশ্চিত যে, এ ধরনের সংঘাত সিরিয়া, রাশিয়া কিংবা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ফলদায়ক হবে না।

 

আগামী নিউজ/এসআর