সংবাদ মাধ্যমেগুলোর জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩১, ২০২০, ১১:৫৮ এএম

ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে যখন বিশ্বের নাভিশ্বাস সেই সময় ক্ষতিগ্রস্ত সংবাদ সংস্থাগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি সারা পৃথিবীর সংবাদ মাধ্যমগুলোকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, এই সংকটকালে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন আরো বেশি, তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

ফেসবুকের সংবাদ অংশীদারিত্বের পরিচালক ক্যাম্পবেল ব্রাউন বলেছেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালে মানুষকে তথ্য জানাতে সংবাদ শিল্প অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘যখন সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে বেশি, তখন ভাইরাসের অর্থনৈতিক প্রভাবের কারণে বিজ্ঞাপনের আয় হ্রাস পাচ্ছে। স্থানীয় সাংবাদিকরা বেশি চাপের মুখে পড়েছেন, এমনকি মানুষ তাদের বন্ধু, পরিবার এবং সম্প্রদায়কে রক্ষার জন্য স্পর্শকাতর তথ্য পেতে প্রতিনিয়ত তাদের দারস্থ হচ্ছেন।' 

আগামীনিউজ/ইমরান/মিজান