১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৯, ২০২০, ০৯:৫৪ এএম

ঢাকা : বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মরণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দোহা। 

এই সিদ্ধান্ত  (০৯ মার্চ) সোমবার থেকে কার্যকর হবে। এর আগে রোববার কাতার সরকার এ ঘোষণা দেয়।  নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে চীন, ভারত, নেপাল, পাকিস্তান, ইরান ও থাইল্যান্ডের মতো দেশ।

এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা উপদ্রুত ইতালির সঙ্গে ইতোমধ্যেই বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

কাতারে প্রতিবেশী দেশ ইরানে রোববার পর্যন্ত সরকারি হিসাবেই এ ভাইরাসে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৬৬। সৌদি আরবও সরকারিভাবে ১১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারে রবিবার পর্যন্ত ১৫ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

এরআগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে শনিবার বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। বাংলাদেশ ছাড়া অন্য ছয়টি দেশ হল ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপিন্স। 

আগামীনিউজ/মিজান