ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক   ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০৬:১১ পিএম

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন ভারতের এক যুগল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দুজনেই কর্মব্যস্ত, আর অফিসে কাজের প্রচুর চাপ। তাই বিয়ের দিনও ছুটি মেলেনি তাদের। এমতাবস্থায় ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে করলেন তারা।

ওই যুগলের নাম তুষার সিংলা ও নভজ্যোৎ সানা।    তাদের মধ্যে একজন হলেন আইএএস অফিসার ও আইপিএস অফিসার। 

জিনিউজের প্রতিবেদন বলছে, বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম। শেষে চার হাত এক হলো ভালোবাসা দিবসে।

শুক্রবার অগত্যা বিয়ের ভেন্যু হিসেবে অফিসকেই বেছে নিলেন উলুবেড়িয়ার জেলা প্রশাসক তুষার সিংলা। এদিন অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।

আগামীনিউজ/নুসরাত