পয়লা মে বন্ধ হচ্ছে ওয়েব র‌্যাংকিং সাইট অ্যালেক্সা

প্রযুক্তি ডেস্ক ডিসেম্বর ৯, ২০২১, ০৪:০১ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ আগামী বছরের পহলো মে থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস ভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম।

বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজনের একটি উদ্যোগ অ্যালেক্সা ডটকম। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় এই ওয়েবসাইট। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কত তাও দেখা যায় অ্যালেক্সায়।

এ সম্পর্কে অ্যালেক্সার ব্লক পোস্টে জানিয়েছে, ২৫ বছর আগে আলেক্সা ইন্টারনেট প্রতিষ্ঠা করা হয়েছিল। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া হবে না। তবে চলমান সাবস্ক্রিপশনকারীরা ১ মে ২০২২ পর্যন্ত তাদের সুবিধা পাবেন।

আগামীনিউজ/এসএস