ফেইসবুকের পোস্ট ওয়ার্ডপ্রেসে নেয়ার সুযোগ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক এপ্রিল ২১, ২০২১, ০৩:৫১ পিএম

ঢাকাঃ ডেটা স্থানান্তরের নতুন কিছু সুযোগ যোগ করেছে ফেইসবুক। প্রতিষ্টানটি জানিয়েছে, গুগল ডকস এবং ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম ও ব্লগারে তাদের পোস্ট নেয়ার একটি অপশন তৈরি করা হয়েছে।

লোকাল হার্ড ড্রাইভে ডেটা সরানোর সুযোগ ফেইসবুক আগেই সৃষ্টি করেছে। ফলে নিজের ডেটা নিজের কাছেই ব্যাকআপ হিসেবে রাখা যায়।

ব্যবহারকারীর ডেটার ব্যবহার পদ্ধতির কারণে বছর দুই আগে ফেইসবুক তুমুল সমালোচনার মুখে পড়ে। তখন ডেটা শেয়ারের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেয় তারা। তারই ধারাবাহিকতায় নতুন নতুন ফিচার আনছে কোম্পানিটি।

ডেটা ট্রান্সফারের প্রক্রিয়াঃ ফেইসবুকের সেটিংস অপশনে গিয়ে ‘Your Facebook Information’ অপশন পাবেন। এখানে ক্লিক করলে ‘Transfer Your Information,’ এ ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড দিতে হবে।

পাসওয়ার্ড দেয়ার পর কী ধরনের তথ্য ট্রান্সফার করতে চান, সেটি নির্বাচন করতে হবে। এখানে ছবি, ভিডিও, পোস্ট এবং নোটস ট্রান্সফারের অপশন আছে।

এই সাধারণ ধাপগুলো শেষ করে ‘Confirm Transfer’ এ ক্লিক করতে হবে।

আগামীনিউজ/জনী