গুগল ম্যাপের ভুলে অন্যের বিয়েতে গেলেন বরযাত্রী

তথ্য ও প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১২, ২০২১, ০২:৫২ পিএম

ঢাকাঃ তথ্য প্রযুক্তির অগ্রগতির এই যুগে মানুষ পথ চিনতে গুগল ম্যাপের সাহায্য হর-হামেশা নিয়ে থাকে। যে কোনো পথে যেতে হলে হাতে থাকা স্মার্ট ডিভাইস এখন মানুষকে পথ চিনিয়ে দেয়। সেই ডিভাইস অনুসরণ করেই এবার বিপদে পড়েছে একদল বরযাত্রী।

ইন্দোনেশিয়ার রোসারি হ্যামলেট এলাকার এক গ্রামে একই দিনে একটি বিয়ের ও একটি বাগদানের অনুষ্ঠান চলছিল। কাকতালীয়ভাবে যে ভুল বাড়িতে পাত্রপক্ষ হাজির হয় সেখানেও বিয়ের আয়োজন চলছিলো।

অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতার মাসুল দিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। গুগল ম্যাপস অনুসরণ করে তারা এক ভুল বিয়েবাড়িতে উপস্থিত হন। অন্য নারীকে বিয়ের প্রস্তুতিও সেরে ফেলেন তারা। উপহারও আদান-প্রদানও হয় বর ও কনে পক্ষের মধ্যে।

ভুল বাড়ির বিয়ের কনেও বুঝতে পারেননি যে অন্য লোক তাদের বাড়িতে প্রবেশ করেছে। কারণ সে তখন সাজগোজে ব্যস্ত ছিলো। তার অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা ভুল করে তাদের বাড়িতে আসা পাত্রপক্ষকে স্বাগত জানায় এবং উপহারও দেয়।

আগামীনিউজ/জনী