আইএসপিএবি ও কোয়াব ঘোষিত ধর্মঘট স্থগিত

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৮, ২০২০, ০৯:৪৬ এএম
সংগৃহীত ছবি

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ফলপ্রসূ বৈঠকের পর আইএসপিএবি ও কোয়াব ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মন্ত্রীর সাথে গত শনিবার (১৭ অক্টোবর) ফলপ্রসূ বৈঠকের পর সংগঠন দু’টি তাদের কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ওভারহেড ইন্টারনেট ও ক্যাবল টিভির ক্যাবল অপসারণে গৃহীত কর্মসূচির প্রতিবাদে আইএসপিএবি ও কোয়াব আগামীকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।

ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে মন্ত্রী জরুরি এক জুম বৈঠকে সংগঠন দু’টির সাথে মিলিত হন। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন সংযুক্ত ছিলেন।

বৈঠকে আইএসপিএবি এর প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এবং কোয়াব এর প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ। সরকারের আহ্বানে ধর্মঘট প্রত্যাহার করায় মন্ত্রী উভয় সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন জানান।

আগামীনিউজ/মিথুন