এবার টুইটারে দেয়া যাবে স্টোরি

নিউজ ডেস্ক জুন ১১, ২০২০, ১২:৩৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: ‘ফ্লিটস' নামে পরীক্ষামূলক ভাবে একটি ফিচার চালু করেছে টুইটার। আপাতত ইতালি আর ব্রাজিলের ইউজাররা এ ফিচারটি উপভোগ করতেন পারবেন।

টুইটার ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। এতে রিয়্যাক্ট বটনও থাকবে।

যারা ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি দেখবেন তাঁরা চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর পাশাপাশি রিপোর্ট করার বিকল্প বটনও থাকবে।

ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের 'নিউ ক্রিয়েট' অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।

আগামীনিউজ/মিজান