৪র্থ দিনে টিকা নিলেন ১ লাখ ৫৮ হাজার

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২১, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে চতুর্থ দিনে করোনার টিকা নিয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা নিলেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বুধবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনা কেন্দ্রে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনার টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ ও নারী ৪৬ হাজার ৭৬০ জন। তৃতীয় দিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন। ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন। 

আগামীনিউজ/এএইচ