দেড়যুগ পর নতুন ভাবে সোহাগের "লাল শাড়ি পরিয়া কন্যা’

বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২০, ১০:১৬ এএম

ঢাকা: প্রায় দেড়যুগ পর নতুন করে আসছে কণ্ঠশিল্পী সোহাগের গান ‘লাল শাড়ি পরিয়া কন্যা’। এবার আবারো একই শিরোনামের গান দর্শকদের জন্য ভিন্নভাবে উপস্থাপন করছেন সোহাগ"। 

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র উদ্যোগে সেই গানটি নতুন আবহে আসছে শ্রোতা-দর্শকদের জন্য। পুরো গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে আধুনিক সংগীতায়োজনে। গানটির মূল কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন আলভী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এই গানে মডেল হয়েছেন তারেক ও আরিয়ানা"।

এই প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোহাগ বলেন, ‌এই গানটি গেয়েই প্রায় দেড়যুগ আগে আমি ব্যপক পরিচিতি পাই। আজও মঞ্চে উঠলে সবচেয়ে বেশি অনুরোধ পাই এই গানটির'। গানটি নতুন করে আবারও প্রকাশ পাচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের।

তিনি আরও জানান, ২০০৫ সালে ‘রক্ত আলতা পায়’ অ্যালবামের গান ‘লাল শাড়ি পরিয়া কন্যা’। তখন অ্যালবামটি (ফিতা ক্যাসেট) বিক্রি হয়েছে ৩০ লাখের মতো! যা অডিও ইন্ডাস্ট্রিকে তখন চমকে দিয়েছিল। শিগগিরই নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ পাবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।

আগামীনিউজ/বিআর