পুলিশ হলেন মিলন, ববি সাংবাদিক আর টার্গেট জন

বিনোদন ডেস্ক জানুয়ারি ১৮, ২০২২, ১০:৫৭ এএম

ঢাকাঃ বছরের প্রথম চলচ্চিত্রে যুক্ত হলেন তিন তারকা, আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন। শিরোনাম- আলপিন। মূলত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম এটা।

এতে তিনটি আকর্ষণীয় চরিত্রে হাজির হবেন এই তিন শিল্পী। এরমধ্যে মিলনকে দেখা যাবে পুলিশ ও ববিকে সাংবাদিক হিসেবে। এবং তাদের টার্গেটে থাকবেন জন।

সোমবার (১৭ জানুয়ারি) নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন নায়ক সাঞ্জু জন ও নায়িকা ইয়ামিন হক ববি।

নির্মাতা মিজানুর রহমান বেলাল জানান, জানুয়ারির ২৫ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। দেশের নানা লোকেশনে এর চিত্রায়ণ হবে।

ছবিটি নিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে এর আগেও অভিনয় করেছি। তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। দিনশেষে সবাই তো আসলে ভালো গল্প খোঁজেন। সেই গল্পের ছোঁয়া আসলে এই ফিল্মটিতে থাকছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। এ ছবিতে মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারবো আশা করছি।

নিজ চরিত্র নিয়ে চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘আমার চরিত্রের নাম আবির। যে প্রচণ্ড মেধাবী ও বিজ্ঞানমনস্ক। তার ভাবনাগুলো ব্যতিক্রমী। তেমনই একটি ভাবনার জন্যই কিছু মানুষ মারা যান। পুলিশ ও সাংবাদিক আমার পেছনে পড়ে যায়। একগুঁয়ে আবির সবকিছু ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে।’

এদিকে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘নীলিমা’ ছবিতে কাজ করছেন জন ও ববি।

আগামীনিউজ/বুরহান