নিষিদ্ধ সিনেমা ‘মেকআপ’ দেখা যাবে মাত্র ২০ টাকায়

বিনোদন ডেস্ক মার্চ ২১, ২০২১, ০৫:১৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চলচ্চিত্র জগতের অন্দরমহলের নানা অজানা ঘটনা উপজীব্য করে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’ চলচ্চিত্রটি। কিন্তু সিনেমা হলে মুক্তির অনুমতি পায়নি সিনেমাটি। সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করেছে। বোর্ড কর্মকর্তাদের অভিযোগ, সিনেমাটি মুক্তি পেলে চলচ্চিত্র জগৎ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হবে।

তাই সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। অনন্য মামুন জানান, সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। রোববার (২১ মার্চ) রাত ৮ টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাত্র ২০ টাকায় পুরো সিনেমাটি একবার দেখা যাবে। কিন্তু পুরো মাস দেখতে হলে আই থিয়েটার সাবস্ক্রাইব করতে হবে ১৫০ টাকায়।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠানে একথা জানান তিনি।

‘মেকআপ’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ।

আগামীনিউজ/নাসির