দিঘি এবার বাপ্পী চৌধুরীর নায়িকা

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৮, ২০২০, ০২:৩৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ ছোট্ট দীঘি। মিষ্টি কথার জন্য যার জনপ্রিয়তা ছিলো আকাশ ছোঁয়া। 'চাচ্চু আমার চাচ্চু' ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন সেই ছোট্ট দিঘি। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দিঘি বড় হয়ে গেছে। বর্তমানে তিনি সমসাময়িক অভিনেতা বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে অভিনয় জগতে আবারো পা রাখতে যাচ্ছেন।
সম্প্রতি নতুন একটি ছবিতে দীঘি ও বাপ্পী নায়ক নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

নতুন এই জুটি সম্পর্কে আজ রবিবার (১৮অক্টোম্বর) সকালে দেলোয়ার জাহান ঝন্টু  বলেন, 'আমাদের দেশে রোমান্টিক জুটি নেই। ভালো অভিনেতা রয়েছে শাকিব খান, বাপ্পী চৌধুরী কিন্তু সেই অর্থে জুটি নেই। আমি বাপ্পী ও দীঘিকে নিয়েছি- এরা দুজন দারুণ রোমান্টিক জুটি হবে। নতুনভাবে আবির্ভূত হবে। বাংলাদেশের সিনেমার দর্শকেরা নতুন একটি জুটি হবে।'

দীঘি সম্পর্কে গুণী এই নির্মাতা বলেন, 'আমি দীঘির মধ্যে একটা সম্ভাবনা দেখি। আমার মনে হয়েছে সে ভালো অভিনেত্রী হবে। আর এই জন্য আমি তাকে আমার ছবিতে নিয়েছি। আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই ছবির কাজ শুরু করবো।'

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা টানা শুটিং করবো। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে। তিনি আরো জানান, শুটিং শুরু হবে ঢাকার বাইরে। তবে লোকেশন এখনো ঠিক করা হয়নি। আর নতুন বছরের (২০২১) শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে আমাদের সেভাবেই কাজ করার পরিকল্পনা করছি বর্তমানে।

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

'চাচ্চু আমার চাচ্চু' সহ একাধিক ছবিতে দীঘিকে শাকিবের ভাতিজি হিসেবে অভিনয় করেছেন। এবার তিনি বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে পর্দায় আসতে চলেছেন।

আগামীনিউজ/জেহিন